ইস্তাম্বুলে বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী

মু. তারিকুল ইসলাম
মু. তারিকুল ইসলাম মু. তারিকুল ইসলাম , তুর্কি
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৩ জুলাই ২০২১

বাংলাদেশ কমিউনিটি তুরস্কের (বিসিটি) উদ্যোগে ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসীদের ২২ জুলাই বেলগ্রাড ফরেস্টে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্তাম্বুলে নিযুক্ত কনসাল জেনারেল মো. মনিরুল ইসলাম।

jagonews24

কনসাল জেনারেল পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশি কমিউনিটি ইন টার্কির ভূয়সী প্রশংসা করেন। বিদেশের মাটিতে বাংলাদেশেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানান। সবাইকে মিলে মিশে কাজ করার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

jagonews24

বক্তব্যে তিনি ইস্তাম্বুলস্ত কনস্যুলেটের অবদান তুলে ধরেন ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান ও দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। দেশ এগিয়ে যাচ্ছে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশে পরিণত হচ্ছে বলে উল্লেখ করেন।

jagonews24

ইল্ডিজ টেকনিক্যাল ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. শাহেন শাহের সভাপতিত্বে, ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দীনের পরিচালনায় আরাফাত রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন- ভাইচ কনসাল মাসুদ পারভেজ, বিসিটি কার্যনির্বাহী পরিষদ সদস্য প্রকৌশলী শেখ মোহাম্মদ মইন উদ্দিন, ব্যবসায়ী রাকিবুল ইসলাম, নেয়ামত উল্লাহ মাসুদ, মাহফুজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

jagonews24

এছাড়াও ইস্তাম্বুলে বসবাসকারী বাংলাদেশি পরিবার, শিক্ষার্থী ও কর্মজীবীসহ অন্যান্যদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর মিলনমেলা বসেছিলো ইস্তানবুলের বেলগ্রাড ফরেস্টে।

jagonews24

বিসিটি-এর আহ্বায়ক সহকারী অধ্যাপক শাহেন শাহ কনসাল জেনারেলকে প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য এবং কন্সুলার সার্ভিস থেকে বাংলাদেশিদের আন্তরিক সেবার জন্য ধন্যবাদ জানান।

jagonews24

পুনর্মিলনীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চমৎকার সব খেলাধুলার আয়োজন ছিল। যা অন্যান্য বিদেশি পর্যটকদের জন্যও উপভোগ্য ছিল। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

jagonews24

খেলাধুলার মধ্যে ক্রিক্রেট, বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, অন্ধের হাড়িভাঙ্গা, বেলুন ফোটানোসহ আরো অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছড়া, কবিতা, গান পরিবেশন করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]