সিঙ্গাপুরে অর্ধেকের বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন

রাশিদুল ইসলাম জুয়েল
রাশিদুল ইসলাম জুয়েল রাশিদুল ইসলাম জুয়েল , সিঙ্গাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৯ জুন ২০২১

সিঙ্গাপুরে অর্ধেকেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ নিয়েছেন। প্রায় ৩৬ শতাংশ উভয় ডোজ বা সম্পূর্ণ টিকা পেয়েছেন। ১৯ জুন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে সর্বশেষ পরিসংখ্যান পোস্ট করে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসুন সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি, সুন্দর জীবন গড়ি। আমরা চেষ্টা করছি দ্রুত টিকা দেয়ার কাজ সম্পন্ন করার। তবে বিশ্বব্যাপী চাহিদার কারণে আমরা সরবরাহে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আরও স্লট খোলার জন্য আরও বেশি ভ্যাকসিন সরবরাহের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

স্বাস্থ্যমন্ত্রী ওং শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, করোনা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো পরিবর্তিত হতে থাকে। এর সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আমাদের বাঁচতে শিখতে হবে।

তিনি বলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা রাখা সত্ত্বেও আমি বিশ্বাস করি যে আমরা সার্কিট ব্রেকারকে আমাদের পেছনে প্রতিক্রিয়া হিসেবে রাখতে সক্ষম হয়েছি এবং বেশিরভাগ ব্যবসায় উন্মুক্ত রাখতে, আমাদের প্রতিদিনের জীবন চালিয়ে যেতে সক্ষম হয়েছি।

টান টক সেং হাসপাতাল ও চাঙ্গি বিমানবন্দরে ক্লাস্টার উদ্ভবের পরে সিঙ্গাপুর ভাইরাসটির বিস্তার রোধে মে মাসে কঠোর ব্যবস্থা নিয়েছিল।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]