লিসবনে দেশের গল্প শোনাল বাংলাদেশি শিশুরা

মো. রাসেল আহম্মেদ
মো. রাসেল আহম্মেদ মো. রাসেল আহম্মেদ
প্রকাশিত: ০৯:২০ এএম, ০২ জুন ২০২১

পর্তুগালে জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত দুই শিশু বাংলাদেশের অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করেন। স্থানীয় সময় মঙ্গলবার (১ জুন) দেশটির রাজধানী লিসবনের কেন্দ্রে অবস্থিত ‘ইসকলা নুমেরো উ দে লিসবোয়া’ বিদ্যালয়ে নিজ কণ্ঠে দেশের গল্প শোনায় প্রবাসী শিশুরা।

প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী তাসবি ফাতেমী বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করেন। অপরজন ফারিয়াল আহমেদ পাটোয়ারী তা পর্তুগিজ ভাষায় অনুবাদ করে সবার উদ্দেশে তুলে ধরেন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন বয়সের শিশু-কিশোররা ছড়া, গান ও মিশ্র সাংস্কৃতিক বৈচিত্রে অভিনয়ের মাধ্যমে একটি নাটক চিত্রায়িত করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট ফার্নান্দো মেদিনা, স্থানীয় কাউন্সিল আরোইশের প্রেসিডেন্ট মারগারিদা মার্টিন্স, বিদ্যালয়ের গ্রুপের ডিরেক্টর লরিন্ডা পেরেইরা এবং বিখ্যাত পর্তুগিজ লেখক ইসাবেল আলসাদা। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

jagonews24

উপস্থিত অতিথিরা মিশ্র সংস্কৃতির এই বিদ্যালয়টিকে প্রশংসা করেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা শুনে সবাই করতালির মাধ্যমে অভিবাদন জানান। লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট ফার্নান্দো মেদিনা উপস্থাপনকারী দুই প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন।

jagonews24

পর্তুগিজ লেখক ইসাবেল আলসাদা শিশুদের মাঝে ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লেখককে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে।

শিশু দিবসের অনুষ্ঠানটি তিন ঘণ্টাব্যাপী হলেও মুহূর্তে যেন সময় হারিয়ে যায়। শিশুদের অংশগ্রহণ এবং অতিথিদের উষ্ণ অনুভূতিতে অনুষ্ঠানটি একটি ভিন্ন রূপ ধারণ করে।

এআরএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]