আয়া সোফিয়ায় হাফেজদের সমাবর্তনে এরদোয়ান

মু. তারিকুল ইসলাম
মু. তারিকুল ইসলাম মু. তারিকুল ইসলাম , তুর্কি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩০ মে ২০২১

আয়া সোফিয়ায় সম্প্রতি ‘ফর্মাল শিক্ষার সঙ্গে হাফিজ প্রজেক্টে’র আওতায় সদ্য কুরআন হিফজ শেষ করা তুরস্কের ১৩৬ হাফেজ শিক্ষার্থীদের অন্যরকম এক সমাবর্তন আয়োজিত হয়েছে।

রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোয়ানের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবর্তন প্রোগ্রামে তাদের সাটিফিকেট দেয়া হয়। সেখানে তিনি পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেন।

বিজ্ঞাপন

jagonews24

ইস্তাম্বুল উসকুদার আইডও মারমারা আনাতোলিয়ান সরকারি উচ্চ বিদ্যালয়ে (ইমাম হাতিপ) ১৩৬ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করার মাধ্যমে ‘ফর্মাল শিক্ষার সঙ্গে হাফেজ প্রজেক্ট’ বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

ঐতিহাসিক সমাবর্তনে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধান অতিথি ছিলেন। এছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকার মোস্তফাইন্টেপ, ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওক্টাই এবং মন্ত্রীসহ রাষ্ট্রের সর্বোচ্চ বডির অধিকাংশই উপস্থিত ছিলেন।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুদান সার্বভৌমত্ব কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হামদান দাগালো হামিদিসহ তাকসিম মসজিদ উদ্বোধন উপলক্ষে আসা বিদেশি অতিথিরাও যোগ দেন।

jagonews24

তুরস্কের ধর্মীয় বিষয়ক অধিদফতরের প্রধান (মন্ত্রী) অধ্যাপক ড. আলী এরবাস, হাফিজ শিক্ষার্থীদের পিতা-মাতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

jagonews24

এতে রাষ্ট্রপতি এরদোয়ানের নাতি ওমর তাইয়িপ ও পার্লামেন্টের স্পিকারের ছেলে ওমর আসামকেও হিফজ শেষ করার জন্য সনদ দেয়া হয়।

jagonews24

বিজ্ঞাপন

সমাবর্তনের নানা অনুষ্ঠানিকতা ছাড়াও হাফেজদের তেলাওয়াত শোনা হয়। নতুন এই হাফেজদের নানা গিফট দিয়ে সম্মানিত করা হয়। রাষ্ট্রপতি এরদোগানের সঙ্গে একটি স্মৃতিমূলক ছবি তুলে ধরেন হাফিজরা।

jagonews24

উল্লেখ্য, তুরস্কে যখনই ‘ক্যু’ হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ মিশন ছিল হাফেজ তৈরির এই স্কুলগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া। তখন তুরস্কের ধর্মপ্রিয় মানুষের মনে প্রচণ্ড আঘাত লাগে, তাই ২০১৬ সালের ক্যুকে তারা তাদের (২৫১ জন) জীবন দিয়ে প্রতিহত করে।

বিজ্ঞাপন

jagonews24

তারই ফলস্বরূপ সময়ের পরিবর্তনে প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে যোগ দেন হাফেজদের সমাবর্তনে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com