সিঙ্গাপুরে আজও ১৮ জনের করোনা শনাক্ত

রাশিদুল ইসলাম জুয়েল
রাশিদুল ইসলাম জুয়েল রাশিদুল ইসলাম জুয়েল , সিঙ্গাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৬ মে ২০২১

সিঙ্গাপুরে নতুন করে ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৬১ হাজার ২৮৬ জন আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

৬ মে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ আক্রান্তদের মধ্যে ১৬ জন বিদেশফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টেহোম নোটিশে ছিলেন।

কমিউনিটি থেকে ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। ২ জনই দেশটির টান তক সেং হাসপাতালে রয়েছে। তবে বৃহস্পতিবার ডরমেটরি থেকে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি।

সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮ লাখের বেশি।

বৃহস্পতিবার (৬ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মোট ১৪ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৮ লাখ ৩৭ হাজার ৭৩১ জন।

এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ২৫২ জন। আর সুস্থ হয়েছেন ১৩ কোটি ৩২ লাখ ১৬ হাজার ৬৬৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৩১৪ জন।

এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। আর মারা গেছেন মোট ২ লাখ ৩০ হাজার ১৫১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৭৬ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫৭২ জন।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৬ হাজার ৩৭৮ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৬৩১ জন। আর সুস্থ হয়েছেন ৪৭ লাখ ২৯ হাজার ১৭৪ জন।

শনাক্তের দিক দিয়ে এখন পঞ্চম স্থানে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ লাখ ৫৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ হাজার ৮৮৩ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮৯ হাজার ৫০১ জন।

এছাড়া তালিকায় ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৭৫৫ জন। আর সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]