মালয়েশিয়ায় লকডাউন বাড়বে কি না সিদ্ধান্ত কাল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়ায় গত ১৩ জানুয়ারি থেকে চলছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চলমান সঙ্কটময় পরিস্থিতিতে ৪ ফেব্রুয়ারির পর এই লকডাউন আবারও বাড়ানো হবে কিনা সে ব্যাপারে আগামীকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে একটি বিশেষ বৈঠকে সরকার দ্বিতীয় নিয়ন্ত্রণ আদেশ সংক্রান্ত তার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবে।

বিজ্ঞাপন

দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে বৈঠকের পর জাতীয় সুরক্ষা কাউন্সিল এমসিও ২.০ নিয়ে সিদ্ধান্ত নেবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে এ বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত জানাবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশের নির্মাণ খাত ও কারখানা সেক্টরে করোনার সংক্রমণ বেশি। আজ দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৪ জন। মারা গেছেন ১০ জন। বর্তমানে এমসিও লকডাউনের নির্দেশনাবলী অমান্য করলে এক হাজার রিঙ্গিত অথবা তাকে গ্রেফতার করা হচ্ছে। ৪ ফেব্রুয়ারির পর স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) কঠোরভাবে প্রয়োগ করা হবে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সতর্ক করে বলেছেন, বৃহস্পতিবারের পর এমসিও বা লকডাউন অমান্য করা অপরাধের জরিমানা বাড়ানো হবে।

সোমবার থেকে বিদেশি অভিবাসী কর্মীদের করোনাভাইরাস টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। টেস্টের ব্যয় বহন করতে হবে নিয়োগকারীদেরকে। করোনা পরীক্ষা সম্পন্ন না করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআরএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com