আমিরাতে ভবন থেকে পড়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ০৮:৪১ এএম, ৩০ জানুয়ারি ২০২১

সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ এলাকায় ভবন থেকে পড়ে সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসাইন (৩৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে।

শুক্রবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের চাচা মাওলানা খালেদ আনছারী শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোশাররফ গাড়ি চালাত। শুক্রবার সকাল ৮টার দিকে কিছু নির্মাণ শ্রমিককে পৌঁছে দিতে শারজায় গিয়েছিল। সেখানে একটি ৩তলা ভবনে উঠে ছাদ মনে করে প্লাস্টিকের সিলিংয়ে পা রাখতেই সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।’

নিহতের প্রতিবেশী রবিউল হোসেন সুমন বলেন, ‘মোশাররফরা ৪ ভাই ১ বোন। ভাইদের মধ্যে সে ছিল তৃতীয়। তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে। ছোটবেলায় বাবার সঙ্গে প্রবাসে গিয়েছিলেন তিনি। দুই বছর আগে শেষবারের মতো দেশের বাড়িতে এসেছিলেন মোশাররফ।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com