দক্ষিণ আফ্রিকায় ফের বাংলাদেশি ব্যবসায়ী খুন

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০২ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দল গনির দোকানের ভেতরে প্রবেশ করতে চাইলে কর্মচারীরা বাধা দেয়।

বাধা দেয়ার এক পর্যায়ে সন্ত্রাসীরা দোকানের মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাংলাদেশি গনি প্রাণ হারান।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহতের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগৎপুর গ্রামে। এ নিয়ে গত সাতদিনে ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে তিন বাংলাদেশি ব্যবসায়ী দেশটিতে নিহত হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের উইনবার্গ থেকে নিখোঁজের ১ মাস পরেও খোঁজ মেলেনি চার বাংলাদেশির। ২৬ আগস্ট উইনবার্গ থেকে দোকানের মালামাল কেনার জন্য গাড়ি নিয়ে বের হন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বাংলাদেশিরা হলেন- সাইফুল ইসলাম, মো. ফরহাদ, রাসেল ও মহসিন। চার বাংলাদেশি নিখোঁজের ঘটনায় ব্যবসায়িক সহযোগী দুই বাংলাদেশিসহ লেসোথোর এক নাগরিককে জিজ্ঞাসাবাদ করার পর নজরদারিতে রেখেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, পাওনা অর্থ না দিতে তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পিত নিখোঁজের ঘটনা সাজিয়ে গাঁ ঢাকা দিয়েছে। ২৬ আগস্টের পর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ঘটনা উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণের ঘটনাগুলোতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা এক কমিউনিটি নেতা বলেন, নিখোঁজ চার বাংলাদেশির একজন মো. মহসিনের মোবাইল ফোনটি দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ফার্ম এরিয়ার পোবলার ব্রিজের আশপাশে আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটু পরপর সিম পরিবর্তন করতে থাকায় সঠিক স্থান চিহ্নিত করা যাচ্ছে না।

পুলিশ বলছে, যদি কমপক্ষে দশ মিনিট কোনো সিমকার্ড মোবাইলটিতে সচল করে রাখা হয় তাহলে যে কোনো সময় স্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে পারে। সে সময়ের অপেক্ষায় আছে দেশটির এন্টি কিডনাপিং গাইড।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com