ইতালিতে বাংলাদেশি কমিউনিটি নেতার মৃত্যু
ইতালির ব্রেসিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রেসিয়া উন্মুক্ত ঐক্য জোটের সহ-সভাপতি খাইরুল ইসলাম মোক্তার দেশটির সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন।
জানা গেছে, মৃতের দেশের বাড়ি ঝিনাইদহ। কমিউনিটিতে সবার পরিচিত মুখ মোক্তার লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
ইতালির ব্রেসিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। খাইরুল ইসলাম মোক্তারের মরদেহ মহামারির সময় বাংলাদেশে পাঠানোর জন্য ব্রেসিয়া কমিউনিটি সার্বিকভাবে চেষ্টা চালাচ্ছে।
তার অকাল মৃত্যুতে ব্রেসিয়া আওয়ামী লীগ, উন্মুক্ত ঐক্য জোটসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন গভীরভাবে শোক প্রকাশ করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে এক বাংলাদেশি যুবক।
মঙ্গলবার রাত ৯টার দিকে সায়েম শাহরিয়ার (২৪) লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিল। সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি নিসান সেন্ট্রার দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়।
পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে।
নিউইয়র্কের রনকনকোমা লেকের বাসিন্দা বাংলাদেশি যুবক সায়েম শাহরিয়ার (২৪) একাধিক শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এমআরএম/জেআইএম