সৌদি আরবের ৯০তম জাতীয় দিবস উদযাপন

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২০

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে সৌদি আরবের ৯০তম জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয় নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও দিবসটি উদযাপন করেছে। তবে করোনা পরিস্থিতি আমলে রেখে নেয়া হয় ব্যাপক সতর্কতা।

১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করে। দীর্ঘ ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রীকরণের ঘোষণা দেয়া হয়।

Saudi-Arob-1

পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়। দিবসটি উপলক্ষে দেশটির শহরগুলোকে সাজানো হয় ভিন্নমাত্রায়।

জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল চারদিনের। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে দিবসটি উদাপন করেন।

বাংলাদেশি কর্মীরা ৩ যুগ ধরে সৌদি আরবে জীবিকার তাগিদে বসবাস করে আসছেন। বর্তমানে প্রায় ২০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক বিভিন্ন পেশায় দেশটিতে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]