কাতার পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০ এএম, ৩০ আগস্ট ২০২০

কাতার পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন। স্থানীয় সময় ২৮ আগস্ট রাতে তিনি কাতার দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান ইব্রাহিম ফখরু।

এ সময় কাতার বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও সচিব এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতারে আসার আগে রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ জসিম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি ওয়াশিংটন, নয়াদিল্লি, টোকিও এবং ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

QATAR

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন অর্জন করার পর মোহাম্মদ জসিম উদ্দিন যুক্তরাজ্য থেকে আধুনিক আন্তর্জাতিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। পাশাপাশি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি এনডিসি কোর্স শেষ করেন।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন কর্মে সাফল্যের জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]