লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয় পেশ

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২১ আগস্ট ২০২০

লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

২১ আগস্ট রিপাবলিকার প্যালেসে গিয়ে এই পরিচয়পত্র জমা দেন তিনি। এ সময় লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী মন্ত্রী শার্বেল ওয়েহে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হানি শামিতলি, প্রেসিডেন্টের প্রটোকলের মহাপরিচালক ড. নাবিল শিদিদ, মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক আবির আলীসহ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

পরিচয় প্রদানের জন্য সকালে প্যালেসে পৌঁছালে মোটর শোভাযাত্রাসহ রাষ্ট্রদূতকে লেবাননের রিপাবলিক গার্ড ব্রিগেডে গার্ড অব অনার প্রদান করে।এ সময় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

lebanon

পরিচয়পত্র পেশের পর এক সংক্ষিপ্ত বৈঠকে রাষ্ট্রদূত করোনা পরিস্থিতি ও বৈরুত বিষ্ফোরণ পরিস্থিতির পরও পরিচয়পত্র পেশের সুযোগ দেওয়ায় লেবাননের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বৈরুত বন্দরে ভয়াবহ বিষ্ফোরণে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা ও সমবেদনা জানান এবং লেবানন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]