বৈরুত বিস্ফোরণ: দুই বাংলাদেশির মরদেহ দেশে প্রেরণ

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২১ আগস্ট ২০২০

লেবাননে বৈরুত বন্দরের গুদামে কেমিক্যাল বিস্ফোরণে নিহত ২ বাংলাদেশির মরদেহ শুক্রবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশির মধ্যে মেহেদি হাসান রনি ও মিজান খার মরদেহ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানযোগে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে তাদের পরিবার বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করবে। বাকি আরও ৩ জনের মরদেহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন শেষে শিগগিরই বাংলাদেশে পরিবারের কাছে পাঠানো হবে।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরের কেমিক্যাল বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত ও শতাধিক বাংলাদেশি আহত হয়। বৈরুতের এই বিস্ফোরণের কারণে ৩০০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এছাড়া দেশটির সামগ্রিক অর্থনীতি এক হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতির শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]