কুয়েতে চালু হলো বাস-ট্যাক্সি

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২০ আগস্ট ২০২০

মহামারি করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় পাঁচ ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার অংশ হিসেবে ১৮ আগস্ট থেকে চতুর্থ ধাপ শুরু হয়েছে কুয়েতে। করোনা প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন বাস পরিষেবা চালু হয়েছে।

Kuwait

এর আগে ট্যাক্সি চালু হলেও শুধুমাত্র একজন নেয়া যেত ট্যাক্সিতে। বুধবার থেকে ট্যাক্সিতে তিনজন যাত্রী নিয়ে চলাচল করা অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি খুলেছে পুরুষদের সেলুন, বিউটি পার্লার, টেইলারিং দোকান, খেলাধুলার ক্লাব এবং রেস্তোরাঁ। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ৫০ শতাংশের বেশি জনবল নিয়ে কাজ শুরু হয়েছে। যার ফলে অনেক প্রবাসী কাজে যোগদানের সুযোগ পাচ্ছেন।

তার আগে মহামারি করোনারভাইরাসের সংক্রমণ রোধে কুয়েতে দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায়ের জন্য ১৭ জুলাই থেকে দেশটিতে খুলে দেয়া হয় মসজিদ।

এসআর/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]