দক্ষিণ সুরমাকে স্বতন্ত্র সিটি কর্পোরেশনের দাবি

কবির আল মাহমুদ
কবির আল মাহমুদ কবির আল মাহমুদ স্পেন
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৩ আগস্ট ২০২০

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে স্বতন্ত্র ‘দক্ষিণ সুরমা’ সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে স্পেনে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে ‘জাগো দক্ষিণ সুরমাবাসী’র ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল কায়ূম পংকি।

সভায় বক্তারা দক্ষিণ সুরমা উপজেলার গুরুত্ব তুলে ধরে জেলাটির অত্যন্ত মর্যাদাপূর্ণ এই উপজেলাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে সরকারের কাছে অনতিবিলম্বে স্বতন্ত্র ‘দক্ষিণ সুরমা’ সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবি জানান।

Spain2

দক্ষিণ সুরমা অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সাংবাদিক সেলিম আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন দক্ষিণ সুরমা অয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, কমিউনিটি নেতা নূর মিয়া, আব্দুল হামিদ সঞ্জু, কানেক্ট বাংলাদেশের সমন্বয়ক আফসার হুসেন নিলু।

এছাড়া আব্দুল মালিক এমদাদ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবুজাফর রাসেল, মাহবুবুর রহমান, ফজির আলী নাদিম, যুবনেতা হাদী হাসানসহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন কবির আল মাহমুদ এবং ছাইফুল আমিন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দক্ষিণ সুরমা উপজেলার ১০ ইউনিয়নসহ সিলেট সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ, বিশ্বনাথ উপজেলার অংশ বিশেষ একত্রিত করে স্বতন্ত্র ‘দক্ষিণ সুরমা’ সিটি কর্পোরেশন বাস্তবায়িত হলে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ সুরমাবাসীর প্রত্যাশা পূরণ হবে।

সভায়, ‘দক্ষিণ সুরমা’ সিটি কর্পোরেশন বাস্তবায়ন এখন সময়ের দাবি উল্লেখ করে বক্তারা তা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]