মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ নেই পরিবারের

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভাগ্য বদলের আশায় গিয়ে লাশ হয়ে ফিরছে প্রবাসী বাংলাদেশিরা। দুর্ঘটনা, হৃদরোগে আক্রান্ত কিংবা হতাশায় আত্মহত্যা করছে অনেকেই। এমন এক প্রবাসীর মৃত্যু হয়েছে দেশটিতে।

পাসপোর্টের তথ্য অনুযায়ী জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোয়াতগাঁও গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. রুমেল মিয়া সম্প্রতি ওমানের সালালাহ শহরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

Oman

মৃতের কোনো আত্মীয়-স্বজন যোগাযোগ না করায় দীর্ঘদিন ধরে সালালাহ সুলতান কাবুস হাসপাতালে মর্গে পড়ে আছে লাশটি। এমতাবস্থায় দাফন করাও সম্ভব হচ্ছে না। ওমানের বাংলাদেশ দূতাবাসকে শিগগিরই লাশের পরিচয় শনাক্তে হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।

কেউ নিহতের আত্মীয়-স্বজনদের পরিচয় জেনে থাকলে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের জরুরি ০০৯৬৮-৯৬১৪৮৪০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]