আবারও পুড়লো ফ্রান্সের ৫০০ বছরের পুরনো গির্জা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৮ জুলাই ২০২০

শাহ সুহেল আমহদ, ফ্রান্স (প্যারিস) থেকে

আবারও পুড়লো ফ্রান্সের ৫০০ বছরের পুরনো গির্জা। প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রল আগুনে পুড়ে ধ্বংস হওয়ার প্রায় দেড় বছর পর শনিবার ফের একই ঘটনা ঘটলো দেশটিতে।

শনিবার সকাল সাড়ে সাতটায় ফ্রান্সের পশ্চিমের Nantes (নন্ত) শহরে অবস্থিত প্রায় ৫০০ বছরের পুরনো Nantes ক্যাথেড্রলে আগুন লাগে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে গির্জার ভেতরের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, আগুন লাগলেও তা নটরডেম ক্যাথেড্রলের মতো ছড়াতে পারেনি। এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এই Nantes cathedral ফরাসিদের কাছে Saint-Pierre-et-Saint-Paul Cathedral নামেও বেশ পরিচিত ও বিখ্যাত।

খ্রিস্টানদের গির্জাটি নির্মাণ কাজ শুরু হয় ১৪৩৪ সালে। তারপর নানা কারণে গির্জাটির নির্মাণ কাজ দীর্ঘায়িত হয় এবং ১৮৯১ সালে তা সম্পন্ন হয়।

এই Nantes cathedral টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে জার্মানির হিটলার বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত হয় এবং ১৯৭২ সালেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ৪৮ বছর পর ১৮ জুলাই আবারও তাতে আগুন লাগে।

এ ব্যাপারের ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং প্রধানমন্ত্রী জোঁন কাসটেক্স পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, এই Nantes cathedral এর আগুন লাগার ঘটন সঠিক তদন্ত হবে। যদি তা পরিকল্পতি হয় তবে তাদের আইনের আওতায় আনা হবে। ফ্রান্স পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]