শারজা স্পেয়ার পার্টস ব্যবসায়ীদের ইফতার বিতরণ
করোনাভাইরাসের (কোভিড-১৯) কালো থাবা থেকে বাদ পড়েনি প্রবাসী বাংলাদেশিরাও। কাজ না থাকা, কোম্পানি থেকে বহিষ্কার, ব্যবসায় মন্দাভাবসহ নানা জটিলতায় সচ্ছল ব্যক্তিরাও অসচ্ছল হয়ে পড়েন এই আপদকালীন সময়ে। ঠিক এই সময়ে কমিউনিটির কিছু রাজনৈতিক ব্যক্তি, কিছু সামাজিক বিত্তবান ও কিছু কিছু ব্যবসায়ীদের আবির্ভাব হয়েছে মানবতার দূত হিসেবে।
আমিরাতের শারজায় অবস্থিত জেএন্ডপি ও জিকু এরিয়ার প্রসিদ্ধ স্পেয়ার পার্টসের ব্যবসায়ীরাও এর ব্যতিক্রম নন। বৃহস্পতিবার (২১ মে) সানাইয়া এরিয়াতে প্রায় ৫০০ রোজাদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম দিনু, ওসমান গণি, শহিদুল ইসলাম (শহিদ), মোরশেদ, নুরুল আবছার, আলমগীর, নুরুল কাদের, আনওয়ার, ইউসুফ, ইসমাইল, নাজিম ও মোহাম্মদ আবছার প্রমুখ।
এসআর/এমএস