আমিরাতে দারিন গ্লোবাল ফ্যাশনের শোরুম উদ্বোধন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২ এএম, ১২ মে ২০২০

প্রতিকূলতার মাঝেও সংযুক্ত আরব আমিরাতের কাপড় ব্যবসায়ী ও কাপড় ক্রেতাদের জন্য সুখবর নিয়ে এলো বিশ্বের গার্মেন্টস কাপড়ের অন্যতম ব্রান্ড দারিন গ্লোবাল ফ্যাশন। সোমবার (১১ মে) বাংলাদেশি গার্মেন্টস কাপড়ের স্বর্গ নগরী খ্যাত আমিরাতের আজমানের (ইন্ডাস্ট্রিয়াল এরিয়া) সানাইয়ার দুই নম্বর ব্লকে দারিন গ্লোবাল ফ্যাশন তথা দারিন গার্মেন্টস ট্রেডিংয়ের শোরুম উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকালে দারিন গ্লোবাল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ শওকত ইমরান বলেন, বিশ্বব্যাপী বিশাল আয়োজনের মধ্য দিয়ে আমাদের শোরুমের উদ্বোধন করে থাকি। কিন্তু মহামারি করোনার কারণে আমরা এই প্রথম অতি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শোরুমের যাত্রা শুরু করলাম। এই যাত্রার মাধ্যমে বিভিন্ন দেশের কাপড় ব্যবসায়ীরা বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ী ও কাপড় ক্রেতারা উপকৃত হবেন। কেননা ক্রেতারা এখানে দারিন গ্লোবাল ব্র্যান্ডসহ আন্তর্জাতিক ব্র্যান্ডের লেডিস, জেন্টস এবং কিডসের জন্য তৈরি পোশাক পাইকারি ও খুচরা মূল্যে পাবেন।

শোরুমটির উদ্বোধন উপলক্ষে পাইকারি ও খুচরা ক্রেতাদের জন্য আকর্ষণীয় ‘সারপ্রাইজ অফার’ রয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দারিন গ্লোবাল ব্রান্ডের পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম দিনু ও মুহাম্মদ সাইদুল ইসলাম রুবেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা ও আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুহাম্মদ সেলিম চৌধুরী, আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন ইকবাল, চট্টগ্রাম ও শারজাহ বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাউজান সমিতি আজমানের সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আজমান বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ মোরশেদ, ব্যবসায়ী মুহাম্মদ আমিবা, ব্যবসায়ী মুহাম্মদ আবু বক্কর, ব্যবসায়ী মুহাম্মদ শফিসহ কমিউনিটি নেতৃবৃন্দরা।

এমএফ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]