সৌদিতে করোনায় মৃত বাংলাদেশির জানাজা সম্পন্ন

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০

পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশির জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দেশটির স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করে। শুক্রবার দুপুর ১টার দিকে মক্কার এক কবরস্থানে তার দাফন করা হয়েছে।

জানা গেছে, মরহুমের দেশের বাড়ি কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নে। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তিনি ভর্তি হন মক্কার স্থানীয় একটি হাসপাতালে।

মুত্যৃকালে তিনি দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে মক্কায় বসবাস করে আসছিলেন। গত বছর বড় ছেলেকে স্কুলে ভর্তি করানোর জন্য জেদ্দার নজলা এলাকায় (টুইনিং বিল্ডিং) বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তিনি।

কিছুদিন পূর্বে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (জাতীয় কারিকুলাম ) কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করলে স্বপরিবারে মক্কায় চলে আসে এবং সেখানেই মুত্যৃবরণ করেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]