যুক্তরাষ্ট্রে করোনা দুর্গতদের পাশে মুনা

লস্কর আল মামুন
লস্কর আল মামুন লস্কর আল মামুন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র)
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৭ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দুর্গতদের জন্য বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা (মুনা)। যুক্তরাষ্ট্রের এই অলাভজনক সংগঠনটি করোনার ছোবলে বিপর্যস্ত মানুষদের নানা ধরনের সহায়তা দিচ্ছে।

মুনা দশ হাজার পরিবারকে বিনা মূল্যে খাবার পৌঁছে দেয়াসহ বেশ কিছু সহায়তা কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির মধ্য রয়েছে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল পুলের মাধ্যমে অসুস্থদের চিকিৎসা পরামর্শ, মৃতদেহ বহন ও দাফনে অর্থ ব্যয়, অসুস্থ, অসচ্ছল ও বয়স্কদের প্রয়োজনীয় সহায়তা দান।

খাদ্য, চিকিৎসা কিংবা অন্য যেকোনো সহায়তা প্রয়োজনে মুনার হটলাইন ৮৭৭-৬৮৬-২৭৭৪ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। ফোনে প্রাপ্ত তথ্যানুযায়ী মুনা টিম প্রয়োজনীয় সাহায্য করবে। হটলাইন ফোন ছাড়াও নিজস্ব অনুসন্ধানে দেয়া হবে সহায়তা।

স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান মুনা নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মলনে বক্তারা বলেন, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন হাজার হাজার মানুষ, আতঙ্কে ঘরবন্দী মানুষেরা বাইরে বের হচ্ছেন না। তাই অর্থ থাকলেও কিনতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় জিনিস, এমনকি ঔষধও।

Muna-2.jpg

মৃতদের দাফনে পাওয়া যাচ্ছে না লোক। আবার কবরের জায়গাসহ দাফন খরচ ব্যয়ের সামর্থ্য নেই অনেকের। এমন দুর্যোগকালীন মুনা তাদের সামর্থ্য অনুযায়ী সম্ভব বিভিন্ন সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৩৩ জন প্রবাসী বাংলাদেশির দাফনে সহায়তা করেছে মুনা। এসব সহায়তা কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন মুনা নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবু আহম্মেদ নুরুজ্জামান, মুনা কনভেনশন- ২০২০ এর আহ্বায়ক আরমান চৌধুরী, মুনা নিউইয়র্ক নর্থ জোন প্রধান আব্দুল্লাহ্ আরিফ, মাহবুবুর রহমান প্রমুখ।

এমএসএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]