বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক নন, তিনি ছিলেন গত শতাব্দীতে বিশ্বের সকল নিপীড়িত নির্যাতিত মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস। ১৭ মার্চ সুদান স্থানীয় সময় বিকেল ৪টায় এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পের নবনির্মিত গেট উদ্বোধনকালে উনামিড মিশনের লজিস্টিকস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রেম জিৎ সিং এসব বলেন।
তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা, নারীর ক্ষমতায়ন ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আমরা নানা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা ইতোপূর্বে এলফেশার শহরে আলনুস বয়েজ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি এবং বঙ্গবন্ধুর ছবি সংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আমরা ৭ মার্চ এলফেশার সুপার ক্যাম্পে মিনি ম্যারাথনের আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্যাম্পে নবনির্মিত গেইটের নামফলক জয়বাংলা নামে নামকরণ করেছি।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটে কর্মরত অপারেশনস অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, আমরা সুদান স্থানীয় সময় সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমাদের মুজিব শতবর্ষ উদযাপন শুরু করি। বিকেল ৫টায় এলফেশার সুপার ক্যাম্পের ওয়েলফেয়ার ইউনিটের লাইব্রেরিতে কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর জীবনী সংবলিত ইংরেজী ভাষায় অনুদিত বই প্রদান করা হয়।
মুজিব জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এলফেশার সুপার ক্যাম্পে কর্মরত বিভিন্ন বিদেশি নাগরিকদের আমন্ত্রন জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ক্যাম্পের বঙ্গবন্ধু সেমিনার হলে মুজিব জন্ম শতবর্ষের কেক কাটা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এমআরএম/পিআর