নিউইয়র্কে করোনায় আক্রান্ত আরও এক বাংলাদেশি

তোফাজ্জল লিটন
তোফাজ্জল লিটন তোফাজ্জল লিটন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৫ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন এলাকায় এক বাংলাদেশি নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ৪৬ বছরের ওই নারী এখন ওই এলাকার মাইমনিটাইজ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড এলাকার আরেক বাংলাদেশি পুরুষের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আক্রান্ত নারী স্বামীর সঙ্গে ম্যানহাটনে ফুড ভেন্ডিংয়ে কাজ করতেন। এটা তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্বামীকে পরীক্ষা কর‍াতে নিয়ে গিয়ে কৌতূহলবশত তিনি নিজেও পরীক্ষা করান। তবে স্বামীর পরীক্ষার ফলাফল এসেছে নেগেটিভ, তার পজিটিভ।

জানা গেছে, নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে বর্তমানে দেশটির লং আইল্যান্ড এলাকার এক হাসপাতালে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওই ব্যক্তি নিউইয়র্কে আইটি (তথ্যপ্রযুক্তি) পেশায় কর্মরত।

এর আগে, গত শুক্রবার নিউইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। করোনাভাইরাসে নিউইয়র্কে এটিই প্রথম মৃত্যু খবর। তিনি হাঁপানি রোগে ভুগছিলেন।

নিউইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুওমো ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সম্প্রতি নিউইয়র্ক সিটি হাসপাতালে ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (যুক্তরাষ্ট্রের সময়) তার মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাসে মৃত্যু হলেও তার দেহে আগে থেকে থাকা শ্বাসকষ্টজনিত রোগের লক্ষণ ছিল।

গত ১২ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫ শতাধিক মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ৬১৩ এবং নিউইয়র্ক সিটির রয়েছেন ২৬৯ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ ৫৬ হাজার ৫৬৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ হাজার ৮৩৬ জন।

এসআর/এমএস

টাইমলাইন  

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]