আমিরাতে কূটনৈতিক ছাড়া বাকি সব ভিসা ইস্যু স্থগিত
সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে কূটনৈতিক ছাড়া সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটি এই তথ্য জানিয়েছে।
আমিরাতে এ পর্যন্ত ৮৫ জনকে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে।
সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ১২৩টি দেশের ১ লাখ ৫৫ হাজার ৮৬২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫ জনে। এরই পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে প্যানডেমিক (মহামারি) ঘোষণা করে।
এসআর/এমএস