উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ রোববার পবিত্র মক্কা নগরীতে অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. আব্দুল্লাহ বিন উমর বাফেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বৃদ্ধি করায় রাষ্ট্রদূত এ সময় বিশ্ববিদ্যালয়ের রেক্টরকে বিশেষ ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালটিতে বর্তমানে বাংলাদেশি ২১৮ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। রাষ্ট্রদূত রেক্টরকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি বৃদ্ধি করার অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি ইমামদের এ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানালে রেক্টর সম্মতি প্রদান করেন।

এ সময় গোলাম মসীহ বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। আগামীদিনে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

mokka

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেক্টর ড. আব্দুল ওয়াহহাব বিন আব্দুল্লাহ আর রসিনী ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মো. ফখরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।

এমএআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]