বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমির মাতৃভাষা দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমি। রোববার এ উপলক্ষে ভিয়েনার আফ্রো-এশিয়ান ইনস্টিটিউটের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ফারজানা ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সভাপতি এবং বাংলাদেশ অস্ট্রিয়া কালচারাল একাডেমির প্রেসিডেন্ট জান্নাতুল ফরহাদ, আওয়ামী লীগের সিনিয়র নেতা মজনু আজাদ, আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সাধারণ সম্পাদক রানা বখতিয়ার, যুবলীগ নেতা ইয়াসিম মিয়া বাবু, ইভা জামান, প্রফেসর ড. হাবিব, রাফায়েল। উপস্থিত ছিলেন- জুয়েল ইসলাম, জনি আলমগীর, আলম কুতুবসহ প্রবাসী বাংলাদেশিরা।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন আব্দুস সাত্তার। পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া ভাষা শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সভায় ভিয়েনার তরুণ প্রজন্ম এবং স্থানীয় নাগরিকদের কাছে বাঙালি ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানানো হয়।
অমর একুশে উপলক্ষে ফরহাদ স্মৃতি পাঠাগার থেকে নতুন প্রকাশনা ‘একুশের পদধ্বনি’র মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সাবেক সভাপতি প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ। তিনি প্রয়াত শাহ মোহাম্মদ ফরহাদের সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
অমর একুশে উপলক্ষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদে বাংলাদেশি শিল্পীরা ছাড়াও অস্ট্রিয়ার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
বিএ/এমএস