কানাডায় একুশের প্রথম প্রহরে ‘লুটেরা রুখো’ কর্মসূচি
‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ আন্দোলনে এবার কানাডার টরন্টোতে প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারের পাদদেশে এ প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হবে।
টরন্টো প্রবাসী শওগাত আলী সাগর ফেসবুকে এ পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেন, টরন্টোর ‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ আন্দোলনের বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছেন- এবারের একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদী কর্মসূচি পালন করবেন। বাঙালি অধ্যুষিত ডেনফোর্থে ‘ঘরোয়া’ সংলগ্ন পার্কিং লটে বরাবরের মতো এবারও অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে।
সেই শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে দলমত নির্বিশেষে টরন্টোর বাংলাদেশিরা সমবেত হয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন এবং সেখানে লুটেরাবিরোধী কর্মসূচি নিয়ে সমবেত হবেন টরন্টোর প্রতিবাদী মানুষ।
তিনি আরও জানান, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে লুটপাট করা অর্থ নিয়ে কানাডায় বসতি গড়াদের বিরুদ্ধে গত মাসে শুরু হওয়া আন্দোলন অল্প সময়েই ভিন্নমাত্রা পেয়েছে। কেবল কানাডাতেই নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
আরএস/এমএস