লেবাননে বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২০

লেবাননের ত্রিপলীতে মনোয়ারা খাতুন (৩০) নামে এক বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ত্রিপলীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোয়ারা মাগুরা জেলার শ্রীপুর থানার রাঁধানগর গ্রামের মজিদ বিশ্বাসের মেয়ে। তার মরদেহ ত্রিপলীর হাসপাতালের হিমঘরে রাখা আছে।

লেবাননে থাকা মনোয়ারার স্বামী সৌরভ মন্ডল জানান, গত ৪ বছর আগে স্ত্রীকে গৃহকর্মীর ভিসায় লেবানন নিয়ে আসেন তিনি। তারা ত্রিপলীর আলমিনা এলাকায় বাস করতেন। মনোয়ারার লিভারে সমস্যা ছিল। গত ৩১ ডিসেম্বর অসুস্থ বোধ করলে মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করেন সৌরভ মন্ডল। প্রায় ২৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

মনোয়ারার মরদেহ দেশে দ্রুত পাঠানোর ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বৈরুত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন সৌরভ মন্ডল।

এমএসএইচ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]