সৌদিতে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
দেশে থাকাকালীন লেখাপড়া শেষ না করে যেসব বাংলাদেশি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তাদের জন্য দেশটিতে পড়াশোনার সুযোগ চালু করছে বাংলাদেশ সরকার।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকে শিক্ষা কার্যক্রম চালু করতে চলেছে সরকার। সৌদির রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রোববার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ফরম ছেড়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এতে ভর্তিচ্ছু প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য আহ্বান করা হয়েছে।
পড়াশোনা শেষ না করে যেসব বাংলাদেশি নাগরিক সৌদি আরব গেছেন তাদের জন্য দূতাবাসের মাধ্যমে সরকার যে কোর্সগুলো চালু করেছে- এসএসসি, এইচএসসি, ব্যাচেলর অব আর্ট (বি.এ), ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বি.এস.এস) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এম.বি.এ)।
আগামী ২৫ জানুয়ারির (শনিবার) মধ্যে ভর্তিচ্ছুরা ফরম তুলে আবেদন করতে পারবে। আবেদনের জন্য দূতাবাস থেকে একটি মেইল আইডি দেওয়া হয়েছে- [email protected]। বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম পূরণ করে এই মেইলে শিক্ষার্থীদের ফরম পাঠাতে বলা হয়েছে।
এমআরএম/এমএস