‘আইনি প্রক্রিয়ায় হলে অনেক আগেই খালেদা মুক্ত হতেন’

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন কমিটির আহ্বায়ক এমরানুল হক চাকলাদার বলেছেন, ‘খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা সম্ভব নয়। রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা ছাড়া কোনো উপায় নেই। আইনি প্রক্রিয়ায় হলে অনেক আগেই খালেদা জিয়া মুক্ত হতেন’।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন আহ্বায়ক কমিটির প্রথম কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফ্লোরিডার পেমব্রোক পাইন্সের মুঘল রেস্তোঁরায় কর্মী সমাবেশে পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহর থেকে দেড় শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে কারারুদ্ধ খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। ফ্লোরিডা বিএনপি আহ্বায়ক এমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইলিয়াস খানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে না পারার কারণে দলের নেতাকর্মীরা শুধু হতাশ হননি অনেক নেতাকর্মীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। এই অবস্থায় বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে। দলের লাখ লাখ নেতা-কর্মী মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে বাড়ি যেতে পারেন না, তাদের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীদের সাহায্য করতে হবে।

florida-bnp-01

দলের ভেতরের ভেদাভেদ ভুলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেজন্য দলকে সুসংগঠিত ও কর্মীদেরকে আরও ঐক্যবদ্ধ করতে হবে।

সদস্য সচিব ইলিয়াস খান বলেন, ‘বিচার ও আইনের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। তাহলে কি খালেদা জিয়া কারাগারে মারা যাবেন? বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো বিলুপ্ত হয়ে যাবে? এটা আমাদের ভেবে দেখা উচিত।’

তিনি বলেন, ‘লড়াইয়ের জন্য দেশ বিদেশের সকল নেতাকর্মীদের তৈরি হতে হবে। এই লড়াইয়ের এক ও অদ্বিতীয় কাজ হবে খালেদা জিয়ার মুক্তি। আর এই লড়াইয়ের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র মুক্তি পাবে।’

মোহাম্মদ ফারুকের কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফ্লোরিডা বিএনপি আহ্বায়ক এমরানুল হক চাকলাদার, সদস্য সচিব ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন আশরাফ, হাবিবুর রহমান হাবিব, শরীফ দেওয়ান, মো. মহসিন, মনির হোসেন, মো. মাসুদ, আলমগীর কবির, মোশারফ হোসেন মাসুদ পারভেজ, মো. কামরুল, মো. জালাল, মো. বাবর, আকবর ও ইয়াকুব প্রমুখ।

উল্লেখ্য, দীঘদিন ধরে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিএনপি’র নেতৃত্বর সংকট চলে আসছিল। নেতৃত্বের এ দ্বন্দ্ব মেটাতে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন গতবছর জুলাই মাসে ফ্লোরিডায় গিয়ে দলীয় সম্মেলনের জন্য তিন গ্রুপে বিভক্ত নেতাকর্মীদের ডাক দেন।

গত বছর ২১ জুলাই সকল গ্রুপের নেতাকর্মীদের নিয়ে তিনি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমরানুল হক চাকলাদার, আরিফ হোসেন আশরাফ, দিনাজ খান, ফারুক সরকার, ব্যারিস্টার মনির হোসেন কাজল ও ইলিয়াস খান প্রমুখ।

সকলের পরামর্শে একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেন আনোয়ার হোসেন খোকন। লন্ডনে ফিরে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সঙ্গে কথা বলে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে তিনি সকলকে অবহিত করেন।

একই সঙ্গে তিনি জানান সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকলকে ঐক্যবদ্ধভাবে দলের সকল কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশ দেন তিনি। তার দেওয়া সেই প্রতিশ্রুতি মোতাবেক ৩০ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিএনপি’র চূড়ান্ত কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

এতে এমরানুল হক চাকলাদার আহ্বায়ক ও ইলিয়াস খানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। আরও ৯৭ জন নেতাকর্মী এ আহ্বায়ক কমিটিতে রয়েছেন বলে জানা গেছে।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]