ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও জাতির জনকের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত এম আবু জাফর, বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান, দূতাবাসের কাউন্সিলর মালিহা শাহজাহান।
এ ছাড়া আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, রবিন মোহাম্মদ আলী, খন্দকার হাফিজুর রহমান, জান্নাতুল ফরহাদ, রানা বখতিয়ার, সাইফুল কবির, আহমেদ ফিরোজ, আবু সাইদ, বিল্লাল হোসেন, মিয়া বাবু, জহিরুল হাকিমসহ প্রবাসী বাংলাদেশিরা।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এমআরএম/এমএস