ডেনমার্ক আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৯

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ। রোববার (২৯ ডিসেম্বর) কোপেনহেগেনের একটি হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম এ লিংকন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাস।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন- ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা ইনসান ভুইয়া, মাসুদ চৌধুরী, শফিকুল ইসলাম, সহ-সভাপতি আ ন ম আব্দুল খালেক আরিফ, মোহাম্মদ শহীদ, জাহিদ চৌধুরী বাবু, জামাল আহম্মেদ, ওলিউল আজাদ লাভলু, অরুণ দাস, দেবাশীষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ তাহের কবির, সেতু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মনজুর আহম্মেদ লিমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম রাজু, প্রবাসীকল্যাণ সম্পাদক সঞ্জয় কুমার দেব, অভিবাসন সম্পাদক আল আমীন সাগর, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মিলু, দিলিপ রায় প্রমুখ।

Denmark

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বক্তারা, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নবমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। একই সঙ্গে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

বিএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com