কাতারে কুরআন সুন্নাহ পরিষদের রক্তদান কর্মসূচি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৯

কাতারে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি পালন করেছে কুরআন সুন্নাহ পরিষদ কাতার।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহা আল হেলাল আল আরবী স্পোর্ট ক্লাবে এই আলোচনা সভা ও দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ চৌধুরী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম পরিচালনা করেন।

QATAR3

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইউসুফ চৌধুরী। সভায় অতিথি ছিলেন কাতার কমিউনিটি পুলিশের দক্ষিণ এশিয়া প্রধান ড. মোহাম্মদ বাহাউদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ইন্তেখাব বিন ইউসুফ সিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইব্রাহীম, ইউসুফ খোকন প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন পেশাজীবী বিভাগীয় সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আহসান মিয়া।

QATAR3

বক্তারা বলেন, মানবতার কল্যাণে বাংলাদেশের মহান বিজয় দিবসে এই রক্তদান কর্মসূচি, কাতার হামাদ মেডিকেল কর্পোরেশনের সহায়তায় দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে পাঁচশতাধিক কাতার প্রবাসী বাংলাদেশি রক্ত দেন।

বক্তারা আরও বলেন, বিজয়ের ৪৯তম দিবসে দেশে ও প্রবাসে দেশের উন্নয়নের জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

জেএইচ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]