সৌদি আরবের খামিস মুশাইতে বিজয় দিবস উদযাপন

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

সৌদি আরবের আসির প্রদেশে বঙ্গবন্ধু পরিষদের সৌদি কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।

পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- সাবেক ছাত্রনেতা, সংগঠনের প্রধান উপদেষ্টা আবুবকর কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- শেলু চৌধুরী, শফিউল আজম, এস এম জাহাঙ্গীর আলম, ফারুক রহমান, আব্দুল হক, আব্দুল করিম, আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ওমর ফারুক ইঞ্জিনিয়ার সাইফুল আলম, মাকসুদুর রহমান প্রমুখ।

ভিডিও কনফারেন্সে বিশেষ প্রেরণামূলক বক্তব্য রাখেন প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী ইকবাল।

Soudi

প্রধান বক্তা হিসেবে ছিলেন- আনোয়ার মোস্তাক। বিশেষ বক্তা- এম এ রহিম ফারুক মাহমুদি। বক্তব্য দেন- আশরাফ চৌধুরী, মো. সালাউদ্দিন, নেজামুল ইসলাম, আমান উল্লাহ, মো. লোকমান, মো. দিদার, আবু তালেব, মো. মোজাফফর, মো. রহিম, ওয়াহেদ আলী, মো. আজম, মো. মোস্তাক, মো. এয়াকুব, মো. রাশেদুল আলম, নাছির উদ্দিন, খলিলুর রহমান, এমদাদু উল্লাহ প্রমুখ।

সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আওয়ামী লীগ সরকারের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ভোজ সভার পর সাংস্কৃতিক সম্পাদক মো. খলিলুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এফআর/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]