বৈরী আবহাওয়া উপেক্ষা করে লিসবনে বীর শহীদদের স্মরণ

মো. রাসেল আহম্মেদ
মো. রাসেল আহম্মেদ মো. রাসেল আহম্মেদ লিসবন (পর্তুগাল)
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশের গৌরবের ৪৯তম বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করেছে পর্তুগালের প্রবাসী বাংলাদেশিরা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে লিসবনের স্থায়ী শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করে পর্তুগাল আওয়ামী লীগ, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অব পর্তুগাল, পর্তুগাল ছাত্রলীগ, পর্তুগাল বাংলা নিউজ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Dibos-(3).jpg

পরে শহীদ মিনারে মুক্তিযু্দ্বের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার বাদশা, বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির জাহাঙ্গীর, পর্তুগাল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন প্রমুখ।

এসময় পর্তুগালে অবস্থানরত বাংলা মিডিয়ার সংবাদ কর্মীসহ লিসবন বাংলাদেশ কমিউনিটির সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Dibos-(3).jpg

শ্রদ্ধা নিবেদনকারীরা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌম যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞা করেন। তারা স্বাধীনতার পরে দেশকে পুনর্গঠনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দেশে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

এসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]