লিসবনে রাষ্ট্রপতিপুত্র রেজওয়ানের জন্মদিন উদযাপিত
পতুর্গালের রাজধানী লিসবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের জন্মদিন উদযাপিত হয়েছে। তার জন্মদিন উপলক্ষে লিসবনে কেক কাটার আয়োজন করা হয়।
স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমি মিলনায়তনে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন লিসবনে অবস্থানরত কিশোরগঞ্জ হাওরের সন্তান ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব তানভীর আলম জনি।
এ সময় সিটি কাউন্সিলর ও পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির স্থানীয় নেতা রানা তসলিম উদ্দিন, পর্তুগাল অভিবাসন অধিদফতরের সহকারী অফিসার মঈন উদ্দিন আহমেদ, মাল্টিকালচ্যারাল একাডেমির পর্তুগীজ শিক্ষিকা সোফিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
রেজওয়ান আহাম্মদ তৌফিক ২০১৩ সালে প্রথমবারের মতো উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-৪ আসন থেকে পরপর তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এসআর/পিআর