সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মাহবুবুর ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কলাতিয়া ইউপির বেলোনা খাসকান্দি গ্রামে। পিতার নাম মোহাম্মদ আলী।

জানা গেছে, স্থানীয় শেরালাম বাঙালি মার্কেটে বাজার করার পর এনজাজ ব্যাংকের কাছে গেলে একটি পিকআপ তার ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই রেমিট্যান্স যোদ্ধা।

বিজ্ঞাপন

বর্তমানে তার মরদেহ তাবুক কিং খালেদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আল নাজেল নামে একটি ক্যাটারিং কোম্পানিতে কর্মরত ছিলেন এই বাংলাদেশি।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com