বাংলাদেশিসহ ৩০ হাজার পর্যটক ফেরত পাঠালো মালয়েশিয়া

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিযা
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩০ হাজার ভ্রমণপিপাসুকে মালয়েশিয়ার বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে তাদের ফিরিয়ে দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

malyesia-2.jpg

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, পর্যটকদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ এবং প্রবেশের পর কোথায় অবস্থান করবেন, তা সঠিকভাবে বলতে না পারায় তাদের ইমিগ্রেশনের কাউন্টার থেকেই ফিরিয়ে দেয়া হয়।

অভিবাসন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ স্থানীয় সাংবাদিকদের জানান, ফিরিয়ে দেয়া দেশের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং চীনের নাগরিক রয়েছে।

malyesia-3.jpg

অভিবাসন বিভাগের প্রধান আরও জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সিপাং কেলআই-১ এবং কেএলআই-২ তে আসা বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের কাছে জানতে চাওয়া হয়, তারা কোথায় থাকবেন এবং কী পরিমাণ টাকা তারা নিয়ে এসেছেন। এসব প্রশ্নের জবাবে অনেকেই সঙ্গে ২০০ মালয় রিঙ্গিত আনার কথা জানান। সেইসঙ্গে কোথায় থাকবেন? এর সঠিক কোনো জবাব না দেয়ায় এয়ারপোর্ট থেকেই যার যার দেশে তাদের ফিরত পাঠানো হয়।

জেডএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]