সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশির

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৯ আগস্ট ২০১৯

সৌদি আরবের নাজরানে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিল (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত তাফাজ্জল হোসেন মঞ্জিল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিলবরুল্লা গ্রামের মৃত হাজী গোলামুন্নবীর ছেলে।

জানা গেছে, তিনি প্রায় ১০ বছর আগে সৌদি আরবে যান। সেখানে বিন লাদেন কোম্পানিতে কাজ করতেন। সৌদি আরবে যাওয়ার আগে তাফাজ্জল বাংলাদেশে মক্তবে শিক্ষকতা করতেন।

এদিকে ২২ আগস্ট দুর্ঘটনা ঘটলেও এর দুইদিন পর ২৪ আগস্ট নাজরানে এক রুমমেটের মাধ্যমে মাওলানা তাফাজ্জল হোসেন মঞ্জিলের মৃত্যুর খবরটি জানতে পারে পরিবার।

সৌদি প্রবাসীরা জানিয়েছেন, নিহত মাওলানা তাফাজ্জল হোসেন মঞ্জিলের স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তাফাজ্জলের বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী জাহাঙ্গীর হুসাইন জানান, বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল তার বাবার। সেজন্য তিনি ব্যাংকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]