আজমানে বাংলাদেশ বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৭ আগস্ট ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আজমানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান।

সাধারণ সম্পাদক বারেকুজ্জামান ও তারিকুল ইসলাম শামীমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল হিয়াম গ্রুপের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ খা মজনু। বিশেষ অতিথি ছিলেন ইউএই এক্সচেঞ্জের বাজারজাত প্রধান কর্মকর্তা সুলতান মাহমুদ।

বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সহ-সভাপতি ইসমাইল গণি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আজমানের সভাপতি হাসান জাকির, বিবিএফের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, আহসান হাবিব, ও আব্দুস সাত্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মেধা যাচাইসহ নানা ধরনের দেশীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় ইউএই এক্সচেঞ্জের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]