অস্ট্রিয়ার লিঞ্জে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা

হাসান তামিম
হাসান তামিম হাসান তামিম
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১২ আগস্ট ২০১৯

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ছাড়াও অন্যান্য শহরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার সকালে দেশটির লিঞ্জ শহরের আল আকসা জামে মসজিদে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন- রাসেল মজুমদার, সৈয়দ সিদ্দিকী, মোহাম্মদ, সেলিম খান, লিটু কবির, শাকিল মিয়া, নজরুল ইসলাম, হাসান হোসাইন, আবু সাইয়িদসহ আরও অনেক বাংলাদেশি।

linjs

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা বলেন, পরিবার ছেড়ে একা একা ঈদ করাটা যদিও কষ্টের তবুও বাংলাদেশি ভাইয়েরা যখন একসঙ্গে ঈদের জামাত আদায় করি তখন তাদের পরিবারের আপনজন মনে হয়।

ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

বিএ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com