কুয়েতে ঈদুল আজহা উদযাপিত

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ এএম, ১২ আগস্ট ২০১৯

ধর্মীয় ভাবগাম্ভী ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুয়েতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জিলিব আল সুয়েক হাসাবিয়া নাসের আল হামাদ মসজিদে।

বাঙালি অধ্যুষিত এলাকায় ১৯টি মসজিদে ঈদের খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে মিলিত হতে বড় ঈদ জামাতে নামাজ আদায় করতে ছুটে আসেন হাসাবিয়ায়।

এসময় হাসাবিয়া পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়।

এএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]