বেলজিয়ামে ঈদুল আজহা উদযাপিত

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা বেলজিয়াম থেকে
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১১ আগস্ট ২০১৯

বেলজিয়ামে রোববার (১১ আগস্ট) ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত ৯টায়।

বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারের ঈদের জামায়াতগুলোতে অসংখ্য প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। নামাজ আদায় করেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদাৎ হোসেন এবং বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক। এছাড়া হাজারও প্রবাসী বাংলাদেশি মসজিদে নামাজ আদায় করেন।

Belgium-2.jpg

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য ও প্রিয় বাংলাদেশের সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সেই সঙ্গে নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

রাষ্ট্রদূত শাহদাৎ হোসেন, বিশ্বের শান্তিপ্রিয় সব ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুছেচ্ছা জানান।

এমএসএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]