আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই মেয়েকে হারালেন চট্টগ্রামের ইকবাল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৭ আগস্ট ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আল গোবাইবা এলাকায় ল্যান্ডক্লজারের ধাক্কা লেগে একই পরিবারের দুজন নিহত হয়েছেন।

নিহতরা প্রবাসী মোহাম্মদ ইকবালের সন্তান। তার চার মেয়ে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম তাসফিয়া (১৬)। সে ছিল চার মেয়ের মধ্যে বড়। সে শারজাহ পাকিস্তানি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নিহত তাজু (৬) সবার ছোট।

প্রবাসী মোহাম্মদ ইকবালের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহাবাদ বটতলায়। তিনি পেশায় শারজার একজন ব্যবসায়ী।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, চার বোন প্রায়ই রাস্তা পার হয়ে টিউশনিতে যেত। মঙ্গলবার শারজাহ বাংলাদেশ সমিতির খুব কাছাকাছি পাকিস্তানি সিগনালে পৌঁছালে বেপরোয়া গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় দুই বোন। তারা মাথায় প্রচণ্ড আঘাত পায়। হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]