ইতালিতে ঈদুল আজহা রোববার

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০১৯

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে আগামী ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালন করবেন বাংলাদেশিসহ বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বীরা। ইতোমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও পরবাসে পশু কুরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রবাসীরা।

রোমে কুরবানির অর্ডার নিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ কেউ ব্যক্তি উদ্যোগে কুরবানি দিচ্ছেন বলে প্রবাসী বাংলাদেশিরা জানান। এরই মধ্যে রোমের কিছু মসজিদ কর্তৃপক্ষ নাজের সময়সূচি ঘোষণা করেছেন।

জানা গেছে, বরাবরের মতো এবারো লারগো প্রেনেসতে নামক স্থানে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে ইতালির আকাশে নতুন চাঁদ দেখা গেছে আগস্টের প্রথম দিন। স্থানীয় গণমাধ্যম চাঁদ দেখার সংবাদটি প্রকাশ করেছেন।

ফলে ঈদুল ফিতরের মতো কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রবাসীরা পবিত্র ঈদুল আজহা পালন করবেন বলে প্রত্যাশা করছেন বাংলাদেশিরা। অন্যদিকে ঈদুল আজহার ঈদ জামাত রোববার হওয়ায় প্রবাসীদের উপস্থিতি একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রোববার ইতালিতে সরকারি ছুটির দিন।

জানা যায়, লারগো প্রেনেসতে নারী ও শিশুদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। এছাড়াও টিএমসি, কুবা ও তরপিনাত্তারা জামে মসজিদের যৌথ উদ্যোগে কাসিলিনা ভাঙা দেওয়ালের খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে টিএমসি মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন রশিদ জানান।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]