খামিস মোশায়েতে পাসপোর্ট সেবা শুক্র ও শনিবার

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৫ জুলাই ২০১৯

সৌদি আরবের খামিস মোশায়েতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবাসহ ওয়েজ আর্নার্স বোর্ডের সদস্য নিবন্ধনের জন্য দূতাবাসের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার, কনসাল জেনারেল স্বাক্ষরিত বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী শুক্রবার ও শনিবার (২৬ ও ২৭ জুলাই) দেশটির খামিস মোশায়েতস্থ ইশারা খায়াতিন সংলগ্ন বাংলা মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ ভবনে অবস্থান করবেন সৌদির কনস্যুলেট টিম। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন।

খামিস মোশায়েতসহ পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্টের সংক্রান্ত সকল সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য জেদ্দা কনসাল জেনারেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ওইদিন ওয়েজ আর্নার্স বোর্ডের সদস্যপদ নিবন্ধন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]