আমিরাতে বাংলাদেশি স্কুলের এইচএসসিতে সাফল্য

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৮ জুলাই ২০১৯

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে।

রাজধানী আবুধাবিতে শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছে।

এছাড়া উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহর বাংলাদেশ ইন্টারন্যশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ-এ শতভাগ সফলতার খবর পাওয়া গেছে। পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জনেরই পাসের খবর পাওয়া যায়।

এসএইচএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]