সিডনিতে বৈশাখী মেলা ৪ এপ্রিল

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি অস্ট্রেলিয়া
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৬ জুলাই ২০১৯
ফাইল ছবি

বঙ্গবন্ধু পরিষদ সিডনি আয়োজিত অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ২০২০ (১৪২৭ বংলা) সালের বাংলা নববর্ষ উদযাপন করবে ৪ এপ্রিল (শনিবার)।

স্মিথফিল্ড রোডের ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে এ মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে।

এ বছর ২০১৯ সালের বাংলা নববর্ষ উদযাপন করেছিল ৬ এপ্রিল শনিবার। ২০১৮ সালে থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে। দীর্ঘদিন থেকে বৈশাখী মেলা টেম্পি পার্কে অনুষ্ঠিত হওয়ার কারণে অনেকের কাছে এই প্রাণের উৎসব টেম্পি মেলা নামে পরিচিত।

মেলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফ্যাশন শো, বাচ্চাদের রাইড, র‌্যাফল ড্র ও জমকালো আতশবাজি আয়োজন থাকবে। মেলার প্রধান আয়োজক গাউসুল আলম শাহজাদা জানান, মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]