ইতালিতে সেলিনা হায়াৎ আইভীকে অভ্যর্থনা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৬ জুলাই ২০১৯

ইতালির রোমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির ব্যস্ততম এলাকা টারমিনিতে এ অভ্যর্থনা জানানো হয়। এ সময় ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, মোক্তার জামান, প্রচার সম্পাদক মান্নান মাদবর, যুবলীগ দপ্তর সম্পাদক সোহেল বকসী, উপ-প্রচার সম্পাদক স্বপন দাস, যুবলীগ সদস্য সাইদুর রহমান, সাব্বির আহমেদ, রুহুল আমিন রোম, আওয়ামী লীগের হাজী সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

selina

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, দেশ-বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেডএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]