এমপি সেলিমাকে ফুলেল শুভেচ্ছা জাপান আ.লীগের

ফখরুল ইসলাম
ফখরুল ইসলাম ফখরুল ইসলাম , জাপান প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩০ জুন ২০১৯

জাপানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহম্মেদ মেরী। সম্প্রতি দেশটির টোকিওর একটি হলরুমে নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেলিমা আহম্মেদ মেরীকে ফুলেল শুভেচ্ছা জানান, জাপান যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, সাংস্কৃতিক লীগ, জাপান স্টুডেন্ট সোসাইটি, জাপান সাংবাদিক ফোরামসহ জাপান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যরা।

প্রবাস জীবন আসলেই অনেক কষ্টের উল্লেখ্য করে সেলিমা আহম্মেদ মেরী বলেন, সংসদে প্রবাসীদের দাবি-দাওয়া তুলে ধরব।

japan

সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দেন মাজহারুল ইসলাম মাছুম, এমডি আলাউদ্দিন, বিএম শাহাজান, মো. জয় ইসলাম, আমিন রনি, প্রিন্স মোতালেব শাহসহ আরও অনেকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেরী বলেন, সংসদে প্রবাসীদের লাশ দেশে পাঠানোর বিষয়, জাপান বাংলাদেশ ডাইরেক্ট ফ্লাইট, এয়াপোর্টে প্রবাসীদের হয়রানিসহ নানা সমস্যা তুলে ধরব।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কামরুল ইসলাম শিপু, আশিকুল ইসলাম, ইব্রাহিম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ফখরুল ইসলাম, আল মামুন, তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সোহেল রানা।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]